স্ট্রোক-পরবর্তী পুনর্বাসন কেন জরুরি?
স্ট্রোক মস্তিষ্কের জটিল রোগ। একে পৃথিবীর এক নম্বর অক্ষমতার কারণ হিসেবে ধরা হয়। একজন স্ট্রোকের রোগীকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে স্ট্রোক-পরবর্তী পুনর্বাসন খুব জরুরি।
স্ট্রোক-পরবর্তী পুনর্বাসনের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯২১তম পর্বে কথা বলেছেন ডা. মো. শহীদুল্লাহ সবুজ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্ট্রোক-পরবর্তী পুনর্বাসন কত দিন পর্যন্ত করতে বলেন?
উত্তর : স্ট্রোক হলো সারা পৃথিবীতে অক্ষমতার এক নম্বর কারণ। স্ট্রোকের পরে পুনর্বাসন ঠিকমতো না হওয়ার কারণে অক্ষমতার বিষয়টি হয়। তবে এ ক্ষেত্রে আমি বলি যে নিয়মিতভাবে ব্যায়াম করতে হবে। স্ট্রোকের জন্য দায়ী যে বিষয়গুলো, সেগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। সে ক্ষেত্রেও পুনর্বাসন সম্ভব। স্ট্রোক আমাদের দেশের জন্য অর্থনৈতিক বোঝা। আমরা চাই যেন স্ট্রোক না হয়, হলে যেন দ্রুত চিকিৎসা হয়। দ্রুত চিকিৎসা না হলেও অন্তত যেন রোগী আগের অবস্থায় ফিরে যায়।