রোগীকে কখন আইসিইউতে নিতে হয়?
ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্র হাসপাতালের একটি বিশেষ অংশ। এখানে খুব জটিল রোগীদের রাখা হয়।
একজন রোগীকে কখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার প্রয়োজন পড়ে, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৩৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. খলিলুর রহমান। বর্তমানে তিনি বারডেমের অ্যানেসথেসিয়া বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন রোগীকে আইসিইউতে কখন নিতে হয়?
উত্তর : ধরেন, যখন কেউ হাসপাতালে ভর্তি হয়, জেনারেল ওয়ার্ডে রাখতে পারি। আবার যদি তার অস্ত্রোপচার হয়, তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখতে পারি। হার্টের অসুখ হলে করনারি কেয়ার ইউনিটে রাখা হয়। খুব জটিল অবস্থাতে আইসিইউতে রাখা হয়। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখি। অর্থাৎ তার শারীরিক অবস্থা মিনিট থেকে মিনিটে পরিবর্তন হয়। এই পরিবর্তন পর্যবেক্ষণ করতে হবে। এই পরিবর্তনের প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। এ জন্য ইনটেনসিভ কেয়ার বা নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন। স্বভাবতই ওই সব রোগীর চিকিৎসা করতে হবে, যাদের গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ অকার্যকর রয়েছে, যে শ্বাস নিতে পারছে না। তবে অন্যান্য অঙ্গ ঠিক রয়েছে। যার হয়তো রেনাল ফেইলিউর হয়ে গেছে, তবে অন্যগুলো ঠিক রয়েছে। চিকিৎসা দিলে রেনাল ফেইলিউর ঠিক হয়ে গেলে সে আবার ভালো হয়ে যাবে। আবার দুর্ঘটনা ঘটেছে, এমন রোগীকে আইসিইউতে নিতে হয়।