ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকার জটিলতা
ডায়াবেটিস শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জটিলতার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৩৭তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. খাজা নাজিম উদ্দীন।
বর্তমানে তিনি বারডেমের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কী কী ধরনের জটিলতা হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে?
উত্তর : আপনার হার্টের কথাই ধরুন। আপনার রক্তের সুগার বেশি রয়েছে, রক্তচাপ বেশি রয়েছে, কোলেস্টেরল বেশি আছে হার্ট অ্যাটাক হয়ে গেল। তবে এটি ঠেকানো কিন্তু আপনার হাতে। অসুস্থ হওয়া মানে কী? জীবনের ঝামেলা তো বেড়ে গেল। ডায়াবেটিস থাকলে কিডনির ক্ষতি হবে। আবার ধরুন, একটি জায়গা কেটে গেল। এতে ডায়াবেটিস রোগীর এক রকম সমস্যা আর যাদের ডায়াবেটিস হয়নি তাদের আরেক ধরনের সমস্যা। ডায়াবেটিস আসলে একটি বাজে অসুখ। তবে নিয়ন্ত্রণে থাকলে এটি ভালো। তাই ডায়াবেটিস হলে একে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।