কনুইয়ের শুষ্কতা কমাতে তিন উপায়
শীতকালে ত্বক শুষ্ক হওয়া একটি স্বাভাবিক সমস্যা। অনেকেরই এই সময়টায় কনুই খুব শুষ্ক, রুক্ষ হয়ে যায়। এতে চুলকানির সমস্যা হয়।
কনুইয়ে শুষ্কতা কমাতে কিছু ঘরোয়া উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।
১. পেট্রোলিয়াম জেলি
পেট্রোলিয়াম জেলি শুষ্ক ত্বকের সমস্যা সমাধানে খুবই চমৎকার উপাদান। এর মধ্যে থাকা ময়েশ্চারাইজার খসখসে ত্বকের সমস্যা সমাধানে কার্যকর।
- রাতে ঘুমানোর আগে হালকা গরম পানি দিয়ে আপনার কনুই ধুয়ে নিন। এরপর ভালো করে মুছুন।
- এরপর পেট্রোলিয়াম জেলি মাখুন। এভাবে প্রতিদিন পেট্রলিয়াম জেলি ব্যবহার করুন।
২. নারকেল তেল
নারকেল তেলের মধ্যে রয়েছে ভিটামিন ই। এটি ত্বককে মসৃণ করে; ত্বককে ক্ষয় থেকে রক্ষা করে।
* সামান্য নারকেল তেল হালকা গরম করুন।
* ধীরে ধীরে কনুইয়ের মধ্যে মাখুন।
* গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করতে পারেন।
* কনুই নরম রাখতে প্রতিদিন এটি ব্যবহার করুন।
৩. জলপাইয়ের তেল ও বাদামি চিনি
জলপাইয়ের তেল ও বাদামি চিনির মিশ্রণ শুষ্ক ত্বকের সমস্যা সমাধানে খুব ভালো উপায়।
- একটি ছোট পাত্রে দুই টেবিল চামচ জলপাইয়ের তেল নিন। এর মধ্যে দেড় টেবিল চামচ চিনি মেশান।
- এই মিশ্রণ দিয়ে কনুইতে ম্যাসাজ করুন।
- ১০ মিনিট পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- দিনে দুবার এটি মাখুন।