আইবিএসের চিকিৎসায় করণীয়
ইরিটেবল বাউয়েল সিনড্রোম বা আইবিএস একটি জটিল রোগ। এটি নিয়ন্ত্রণযোগ্য, তবে নিরাময়যোগ্য নয়। আইবিএস নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪৬তম পর্বে কথা বলেছেন ডা. এ কে এম শফিকুল ইসলাম।
বর্তমানে তিনি বারডেম হাসপাতালে গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আইবিএস কী কী বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত?
উত্তর : এটি যেহেতু ফাংশনাল ডিজঅর্ডার, প্রথম বিষয় হলো মানসিক চাপযুক্ত জীবন ত্যাগ করা। পরীক্ষার আগে আমরা দেখি যে অনেকে বারবার টয়েলেটে যাচ্ছে। এ ছাড়া কিছু খাবার উদ্দীপক হিসেবে কাজ করে। যেমন : ময়দা বা ময়দার তৈরি যত খাবার রয়েছে অথবা দুধ ও দুধ থেকে তৈরি যত রকম খাবার রয়েছে। এ ধরনের খাবার সাধারণত আইবিএস রোগীর সমস্যা বাড়িয়ে তোলে। সুতরাং রোগীর যখন আমরা চিকিৎসা করি, মূলত পরামর্শ দেওয়া হয়। বলা হয়, আপনি মানসিক চাপযুক্ত জীবন ত্যাগ করুন। দুধ ও ময়দাজাতীয় খাবার ত্যাগ করুন। কিছু কিছু ওষুধ আমরা দিই, এতে রোগী ভালো থাকে। ভালো থাকার পরও দেখা গেল, চিকিৎসা চলছে, চিকিৎসা নিচ্ছেন, এরপরও রোগী খারাপ হয়ে যেতে পারে। তখন আমরা খুঁজে বের করি যে তার খারাপ হওয়ার পেছনে অন্তর্নিহিত কারণ কী। কারণটা খুঁজে বের করে আবার তাকে চিকিৎসা দেওয়া হয়। তাকে কাউন্সেলিং করা হয় যে এটি নিরাময় করা যাবে না। কিছু বিষয় আপনাকে বাদ দিতে হবে। তাহলে আপনি ভালো থাকবেন।