স্বল্পমেয়াদি আমাশয়ের চিকিৎসা কী
আমাশয় দুই ধরনের হয়। স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি। স্বল্প মেয়াদি আমাশয়ের চিকিৎসায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪৬তম পর্বে কথা বলেছেন ডা. এ কে এম শফিকুল ইসলাম।
বর্তমানে তিনি বারডেম হাসপাতালে গ্যাস্ট্রোএন্টারনোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্বল্পমেয়াদি আমাশয়ের চিকিৎসায় কী দিয়ে থাকেন?
উত্তর : স্বল্পমেয়াদি আমাশয়, যেটি সাতদিন পর্যন্ত স্থায়ী হয়। আমরা প্রথমে খুঁজে বের করি যে তার কী হলো। খুঁজে বের করে আমরা চিকিৎসা দিই। কালচার সেনসিটিভিটি আসতে অনেকদিন সময় লেগে যায়, ৪০ থেকে ৭২ ঘণ্টা। রোগীর যদি রোগটি খুব বেশি তীব্র হয়ে থাকে, তখন দ্রুত চিকিৎসা দিই। পাঁচ থেকে সাত দিন ওষুধ দিই। মেট্রোনিডাজল নামে এক প্রকার বিশেষ ধরনের ওষুধ রয়েছে, সিপ্রোপ্রক্সাসিন নামে এক ধরনের ওষুধ রয়েছে, সেগুলোর সমস্বয় অনেক সময় দেওয়া লাগে। অথবা কারণ বুঝে কেবল একটি ওষুধ দিয়ে চিকিৎসা করলে রোগী সাধারণত ভালো হয়ে যায়।