প্রবীণদের কোমর ব্যথা হলেই কি সার্জারি লাগে?

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

হাড় ক্ষয় বা সঠিক অঙ্গবিন্যাসের অভাবে অনেক সময় প্রবীণরা কোমর ব্যথায় আক্রান্ত হন। কোমর ব্যথা হলে অনেক ক্ষেত্রে সার্জারির প্রয়োজন পড়ে। তবে প্রবীণদের কোমর ব্যথা হলেই কি সার্জারি করতে হয়?   

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪৭তম পর্বে কথা বলেছেন ডা. মিনহাজ রহিম চৌধুরী। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : একটু বয়স্কদের কোমর ব্যথায় কি সার্জারি লাগে?

উত্তর : আসলে বয়স্ক হলেই লাগবে, সেটি সঠিক নয়। কিন্তু যদি পা অবশ অবশ লাগে, পায়খানা-প্রস্রাবে অসুবিধা হয়—এ ধরনের উপসর্গ যদি তৈরি হয়, সেগুলোর চিহ্ন যদি পাওয়া যায়, তখন কিন্তু নিউরোসার্জনদের সাহায্য লাগবে। তখন দেরি করলে রোগীর ক্ষতি হয়ে যাবে। যত দ্রুত সম্ভব, তত দ্রুত অস্ত্রোপচার করে ফেলতে হবে। যত দ্রুত সম্ভব রোগকে নির্ণয় করা দরকার।

যেসব ব্যথা পায়ের দিকে চলে যাচ্ছে, তার একটি চিকিৎসা রয়েছে। এ ক্ষেত্রে অনেক গভীরে ঢুকে ইনজেকশন দেওয়া হয়। সেটিও করে দেখা যেতে পারে। তবে যদি অনেক ক্ষত হয়, সেখানে সার্জারি করা দরকার হয়।