গর্ভকালীন যত্নে যেসব বিষয় দেখা হয়
গর্ভাবস্থা একটি জটিল সময়। এই সময় মায়ের বাড়তি যত্নের প্রয়োজন পড়ে। গর্ভকালীন যত্নে কিছু বিষয় খেয়াল রাখতে হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৫৭তম পর্বে কথা বলেছেন ডা. শাহিদা খন্দকার। বর্তমানে তিনি প্রেসক্রিপশন পয়েন্ট লিমিটেডের গাইনি অ্যান্ড অবসটেট্রিকস বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অ্যান্টিনেটাল কেয়ার বা গর্ভকালীন যত্নের মধ্যে কোন কোন বিষয় পড়ে?
উত্তর : একজন গর্ভবতী নারীর অ্যান্টিনেটাল কেয়ার অবশ্যই দরকার। নারীরা যেন ডাক্তারের কাছে বলতে পারে, তাই স্বামী ও পরিবারের সাহায্য লাগবে। চিকিৎসকের ক্ষেত্রে প্রথমেই রোগী সম্পর্কে জানতে হবে, যদি উচ্চ ঝুঁকি থাকে, সেটি বের করতে হবে। প্রথমত, রোগী যখন আমাদের কাছে আসে আমরা ইতিহাস নিই। সে তার লক্ষণগুলো বলবে। সে গর্ভবতী, তার বমি হচ্ছে, ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, তার মাথা ধরছে, তার বেশি ঘুম পাচ্ছে, তার বমির প্রবণতা হচ্ছে, খেতে পারছে না, খাওয়া-দাওয়ায় বাজে গন্ধ পাচ্ছে, এসব অভিযোগ সে করে। একটু বিরক্ত থাকে। তখন আমরা তাদের সান্ত্বনা দেই, বলি যে এটি একটি স্বাভাবিক অবস্থা। এটি তোমাকে মেনে নিতে হবে এবং যত দিন পর্যন্ত গর্ভাবস্থা থাকবে এভাবে চলতে হবে।
এ সময় চেকআপের ক্ষেত্রে প্রথমত, আমরা রক্তচাপ দেখি, ওজন দেখি। অ্যান্টিনেটাল চেকআপকে ভাগ করে নিচ্ছি। প্রথম তিন সপ্তাহ, মাঝের তিন সপ্তাহ, শেষের তিন সপ্তাহ। প্রথম তিন সপ্তাহে আমরা রক্তচাপ দেখছি। এ সময় দেখি তার কোনো উচ্চ রক্তচাপ আছে কি না। দ্বিতীয়ত, আমরা ওজন দেখছি। গর্ভাবস্থায় সে ১০ থেকে ১১ কেজি বাড়বে। তৃতীয়ত, তার উচ্চতা আমরা দেখি। যদি পাঁচ দশমিক দুই মিটারের নিচে থাকে, আমরা ধরি তার স্বাভাবিক প্রসব হওয়ার সম্ভাবনা নেই। এভাবে আমরা চেকআপ করি। তাঁকে আমরা আল্ট্রাসাউন্ড দেই। ভ্রূণটি ঠিক জায়গায় রয়েছে কি না সেটি দেখার জন্য আল্ট্রাসাউন্ড করি। তার রক্তচাপ আমরা চেক করছি। এর সঙ্গে আমরা কিছু পরীক্ষা দেই। সিবিসি দেই। সে রক্তস্বল্প কি না দেখি। তার সঙ্গে আমরা রক্ত পরীক্ষা দেই, তার কোন গ্রুপের রক্ত, এটার ওপর অনেক কিছু নির্ভর করে। এরপর আমরা দেখি ইউরিনের কোনো সংক্রমণ আছে কি না। এ ছাড়া ইদানীং আমরা হেপাটাইটিস বি দেখি। সেক্সুয়াল ট্রান্সমিটেট রোগগুলো আছে কি না, তার পরীক্ষা করি।
ভ্যাক্সিন দেওয়া হয়। ডাব্লিউএইচও বলেছে, যখনই গর্ভাবস্থা হবে, টিটেনাস ভ্যাক্সিন আপনারা দিতে পারবেন। এই ভ্যাক্সিন গর্ভাবস্থার কোনো ক্ষতি করবে না। তবে এখন সরকার যেটা করছে পাঁচটা টিটেনাস টিকা স্কুল জীবনেই দিয়ে দিচ্ছে। আগে দেওয়া থাকলে কিন্তু আর টিটেনাসের টিকা দিচ্ছি না।

ফিচার ডেস্ক