আঙ্গুল কম হলে কী করবেন?
আঙ্গুল কম হওয়া একটি জন্মগত ত্রুটি। এ সমস্যায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৬৮তম পর্বে কথা বলেছেন ডা. মহিউদ্দীন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে হ্যান্ড অ্যান্ড মাইক্রোসার্জারি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : কারো কারো ক্ষেত্রে দেখা যায় আঙ্গুলের সংখ্যা বেশি না হয়ে কম হতে পারে। সেই ক্ষেত্রে করণীয় কী?
উত্তর : কনজেনিটাল ডেফিসিয়েন্সি বলি আমরা একে । ছোট আঙ্গুলের যদি অভাব থাকে তাতে তেমন কোনো সমস্যা হয় না। এতে আমাদের তেমন কিছু করা লাগে না। আর আমাদের বৃদ্ধাঙ্গুলির যদি অভাব হয়, এটি না থাকলে বেশিরভাগ কাজ করতে পারি না। এই ক্ষেত্রে অভাবটা কী রকম হয়, সেটি দেখার প্রয়োজন রয়েছে। অনেকের দেখা যায় একটা হাড়ও থাকে না। ওই হাড়ও যদি না থাকে, আমাদের সার্জারি আরো কঠিন হয়ে যায়। আর ওই হাড় থাকলে আমাদের সার্জা্রি একটু সহজ হয়। সেই ক্ষেত্রে সার্জারি করা হয় এমন ভাবে যে আঙ্গুলের সংখ্যা চারটি থাকল, তবে থাম পুনস্থাপন করলেন তর্জনিতে। এ ধরনের সমস্যায় সাধারণত সার্জারি করতে হয়।
প্রশ্ন : আঙ্গুলের সংখ্যা বেশি-কমের বাইরে আর কী করতে পারেন?
উত্তর : আরেকটি হলো সিনডেক্টাইলি। দুটো আঙ্গুল, তিনটি আঙ্গুল বা চারটা আঙ্গুল একসঙ্গে লাগানো হলো। তখন আমরা একে সার্জারি করে আলাদা করতে পারি। সার্জারি বিভিন্নভাবে করা যায়। ওয়ান স্টেজ সার্জারি করা যায়। টু স্টেজ সার্জারি করা যায়। এগুলো নির্ভর করে অবস্থার ওপর।