পোড়া জায়গায় পেস্ট বা লবণ লাগানো কি ঠিক?
অনেকে পুড়ে গেলে পেস্ট বা লবণ লাগায়। তবে এসব জিনিসের ব্যবহারে কি ত্বকের উপকার হয়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৬৯তম পর্বে কথা বলেছেন ডা. মো. মারুফুল ইসলাম। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজে বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেকে পোড়া জায়গায়, পেস্ট লাগান; ডিম, লবণ ভেঙ্গে দেন- এই যে প্রক্রিয়াগুলো তারা অবলম্বন করেন, চিকিৎসক হিসেবে এ বিষয়ে আপনার মত কী?
উত্তর : এটা কিন্তু অনেকেই করে। এমনকি শিক্ষিত লোকজনরাও করে। পুড়ে গেলে হয়তো একটু পেস্ট লাগিয়ে নিয়ে আসল। আবার ঠান্ডা আইসক্রিম লাগায়। এগুলোর কোনোটাই ঠিক নয়। পেস্ট লাগানোও ঠিক নয়। আইসক্রিম দেওয়াও ঠিক নয়। আর যারা একটু গ্রামাঞ্চলে আছে তারা উল্টোপাল্টা কাজ করে। আমার অভিজ্ঞতায় একবার দেখেছি একটি বাচ্চাকে নিয়ে এসেছে, সিঁদুর লাগিয়ে। আগে তো দেখা যেত গোবর লাগিয়েছে। এগুলোর কোনোটাই আসলে করা যাবে না। আমরা বলি, আগুন লাগলে, তাকে থামতে হবে এবং গড়াগড়ি খেতে হবে। এরপর উচিত হলো পানি ঢালা। গরম পানি দিয়ে হোক বা আগুন দিয়ে হোক, যেভাবেই পোড়ার সমস্যা হোক না কেন, ২০ থেকে ৩০ মিনিট পানি ঢালতে হবে। যেখানে ট্যাপ নেই সেখানে নিয়ম হলো বালতিতে পানি নিয়ে অনেক পানি ঢালা। পানি ঢালতে ঢালতে ব্যথানাশক ওষুধ বা সাপোজিটরি দিতে পারি। এর মধ্যে একটি সিলভার সালভাটাইজিং ক্রিম তারা নিয়ে আসল। আক্রান্ত জায়গায় লাগিয়ে দিতে হবে। চিকিৎসকের কাছে যেতে হবে।