‘স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা জরুরি’
স্তন ক্যানসারের হার দিন দিন বাড়ছে। অতিরিক্ত ধূমপান, মদপান, পারিবারিক ইতিহাস ইত্যাদি স্তন ক্যানসারের কারণ।
তবে একটু সচেতন থাকলে নিয়মিত সেলফ এক্সামিনেশন (নিজেই নিজের স্তন পরীক্ষা করা) করলে স্তন ক্যানসার অনেকটাই প্রতিরোধ করা যায়।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭৩তম পর্বে কথা বলেছেন ডা. অসীম কুমার সেনগুপ্ত। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আপনাদের কাছে যখন রোগীরা আসে, বেশিরভাগ ক্ষেত্রে কোন অবস্থা নিয়ে আসে?
উত্তর : সে ক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করি। শহরের রোগীরা একটু আগেভাগে আসে। কিন্তু গ্রামে সচেতনতার অভাবে হোক, ধর্মীয় কারণে, রোগী একটু দেরিতে আসে। তাই সচেতনতার ক্ষেত্রে সরকার যেমন এগিয়ে আসবে, তেমনি গ্রামেগঞ্জে পাড়ার মুরব্বিরা, মসজিদের ইমামরা এগিয়ে এলে জড়তা অনেক কমে যায়। আরেকটু প্রাথমিক পর্যায়ে আসা যায়। লজ্জা আমাদের দেশের একটি অন্যতম সমস্যা। আমার মনে হয় এটা কমে যাবে।
গ্রামেগঞ্জের রোগীদের আমরা একটু অগ্রবর্তী পর্যায়ে পাই। দেরি করে ধরলে আমাদের জন্য চিকিৎসা করা একটু কষ্টকর হয়ে যায়। আমাদের সফলতা কমে যায়। স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা জরুরি। তাই ক্যানসার প্রতিরোধের ক্ষেত্রে আমরা সচেতনতাকে সবার আগে স্থান দেবো।