ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণ নির্ণয়ে যেসব পরীক্ষা হয়
প্রস্রাবে জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব আটকে যাওয়া, কাঁপুনিসহ জ্বর ইত্যাদি ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণের লক্ষণ।
কিছু নির্দিষ্ট পরীক্ষা করলে খুব সহজে ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণ নির্ণয় করা যায়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭২তম পর্বে কথা বলেছেন ডা. আমেনা বেগম।
বর্তমানে তিনি কেজি হাসপাতালের প্রসূতি ও ধাত্রী বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণ নিশ্চিত করেন কীভাবে?
উত্তর : রোগী যখন আমাদের কাছে আসে, তখন প্রথমে আমরা ইতিহাস নেই। এরপর আমরা পরীক্ষা করি। নিশ্চিত হওয়ার জন্য সাধারণ একটি রুটিন পরীক্ষা করলেই নিশ্চিত হওয়া যায়, কী জীবাণু দিয়ে এটি হয়েছে, সেটিও বের করা যায়। তবে ভালো হলো একটি কালচার ও ড্রাগ সেনসিটিভিটিও করে নেওয়া। এতে কী ধরনের জীবাণু রয়েছে এবং কোন ধরনের অ্যান্টিবায়োটিক এখানে ভালো কাজ করবে, সেটি জানা যায়। সাধারণত এই পরীক্ষাগুলোই করা হয়।