ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণের চিকিৎসা কী?
ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণ নারী, পুরুষ উভয়ের হলেও নারীদের বেশি হতে দেখা যায়। কিছু জীবাণু, অপরিচ্ছন্নতা ইত্যাদি ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণের কারণ। জ্বর, প্রস্রাবে জ্বালাপাড়া, প্রস্রাব আটকে যাওয়া ইত্যাদি ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণের লক্ষণ।
ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণের চিকিৎসার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭২তম পর্বে কথা বলেছেন ডা. আমেনা বেগম। বর্তমানে তিনি কেজি হাসপাতালের প্রসূতি ও ধাত্রী বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণের চিকিৎসার ক্ষেত্রে কী করা হয়?
উত্তর : ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আমরা অ্যান্টিবায়োটিক একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দিই। তবে আমাদের দেশের একটি সমস্যা হলো যে তাদের লক্ষণ কমে যায়, তিন-চার দিন খাওয়ার পর মনে করে যে ভালো হয়ে গেছে। তারা কিন্তু আর অ্যান্টিবায়োটিক খেতে চায় না। এতে করে খারাপ হচ্ছে। এর কারণে অ্যান্টিবায়োটিক তার শরীরে অকার্যকর হয়ে যাওয়ার জন্য পরে আর কাজ করতে চায় না।