পিআরপি ব্যবহার হয় যেসব রোগের চিকিৎসায়
পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা। চুল পড়া বা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে পিআরপি আধুনিক চিকিৎসা পদ্ধতি। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭৬তম পর্বে কথা বলেছেন ডা. রাশেদ মোহাম্মদ খান।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : পিআরপি বেশ আধুনিক চিকিৎসা?
উত্তর : পিআরপি কেবল চুলের জন্য নয়, ত্বকের ক্ষতের জন্য ব্যবহার করতে পারি। আপনার ঘা ভালো হচ্ছে না, সেখানে পিআরপি ব্যবহার করে ঘা শুকিয়ে ফেলতে পারি। এ ছাড়া আরো বিষয় রয়েছে, যেখানে পিআরপি ব্যবহার করতে পারি।
পিআরপি হলো প্লাটিলেট রিচ প্লাজমা। আমাদের রক্তের মধ্যে একটি কণিকা রয়েছে, যাকে প্লাটিলেট বলি আমরা। এর মধ্যে প্রচুর গ্রোথ (বৃদ্ধি) উপাদান রয়েছে। আমরা যেটা করি, রোগীর শরীর থেকে রক্ত নেব, রক্ত নিয়ে প্লাটিলেটকে আলাদা করব। সেটা যদি আমরা ছোট ছোট করে মাথায় ইনজেকশন দিয়ে দিই, তাহলে দেখা যাবে যেই ফলিকলগুলো মরে যাচ্ছিল বা যেখান থেকে চুল গজানোর কোনো সম্ভাবনা ছিল না, সেগুলো আবার জীবিত হয়ে চুল গজানো শুরু করে।
তবে মনে রাখতে হবে, চুল পড়া কমাতে পিআরপি একাই যথেষ্ট নয়। এর পাশাপাশি ভিটামিন সাপ্লিমেন্ট, জীবনযাপনের ধরনের পরিবর্তন, মানসিক চাপ কমানো—এগুলো থাকতে হবে।