অ্যাজমার চিকিৎসায় নেবুলাইজার কখন ব্যবহার করা হয়?
অ্যাজমার চিকিৎসায় অনেক সময় নেবুলাইজার ব্যবহার করতে হয়। নেবুলাইজার এক ধরনের যন্ত্র। এখানে অ্যাজমার ওষুধের মিশ্রণকে অ্যারোসোল হিসেবে সরাসরি ফুসফুসে টেনে নেওয়ার ব্যবস্থা করা হয়।
এটি রোগীকে কখন দেওয়া হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭৯তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ তৌফিক হাসান। বর্তমানে তিনি টাঙ্গাইল বক্ষব্যাধি ক্লিনিকের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কখনো কখনো শ্বাসকষ্টের জন্য চিকিৎসকরা রোগীকে নেবুলাইজ করতে বলেন। এটি কখন বলা হয়?
উত্তর : আসলে যখন আমার কাছে একটি অ্যাজমা, সিওপিডির রোগী আসবে, আমি তার জেনারেল সিস্টেমিক এক্সামিনেশনের সঙ্গে সঙ্গে দেখে নেব তার অক্সিজেনের অবস্থা কেমন। আমাদের স্বাভাবিক অবস্থা ৯৭-এর ওপরে থাকা উচিত। অনেক রোগীর দেখা যায় নেমে যাচ্ছে। সে ক্ষেত্রে রোগীকে অবশ্যই অক্সিজেন, নেবুলাইজেশন—এগুলো করতে হবে। আর কারো কারো দেখা যাচ্ছে যে একিউট অ্যাটাক হলো, সে রাতে ঘুমাতে পারছে না। সে ক্ষেত্রে আমরা যদি নেবুলাইজেশন করি, তাহলে দেখা যায় যে দ্রুত সুস্থ হয়। এগুলো বৃদ্ধ রোগী এবং অল্প বয়স্ক যারা রয়েছে, ইনহেলার ঠিকমতো নিতে পারছে না, তাদের প্রাথমিক অবস্থার সহযোগিতা হিসেবে দেওয়া হয়।