থ্যালাসেমিয়ার চিকিৎসা কী?
থ্যালাসেমিয়া একটি বংশগত জটিল রক্তরোগ। কম বয়স থেকে এর চিকিৎসা নিলে রোগী অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
থ্যালাসেমিয়ার চিকিৎসার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৮১তম পর্বে কথা বলেছেন ডা. এ বি এন ইউনুস। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : থ্যালাসেমিয়ার কী ধরনের চিকিৎসা রয়েছে?
উত্তর : থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে যদি আপনি ছোটবেলা থেকেই চিকিৎসা করেন, সে কিন্তু একটি পর্যায় পর্যন্ত যেতে পারবে। বৃদ্ধিটা হয়তো অত বেশি হলো না, তবে তার চলার জন্য যে রক্তের দরকার, সেই রক্ত যদি ঠিক সময়মতো দেওয়া হয়, তাহলে ভালো। তবে জটিলতাও রয়েছে। কারণ, বারবার রক্ত দিতে দিতে শরীরে আয়রন জমে যাবে। এই আয়রন অতি অল্প পরিমাণে আমাদের দেহে প্রয়োজন। কিন্তু এটি যখন বেড়ে যাবে, তখন বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে জমা হবে। জমা হলে এই অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্ষমতা কমে যাবে। আয়রন যাতে না বাড়ে, সে জন্য চিকিৎসা করতে হয়। আর যদি বেড়ে গিয়ে থাকে, তাহলে স্বাভাবিক নিয়মে নামিয়ে আনতে, এর জন্য চিকিৎসার দরকার। এ রোগে রোগীর বৃদ্ধি ঠিকমতো হয় না।
এখন একজন অ্যান্ড্রোক্রাইনোলজিস্টের কাছে গিয়ে যদি তার হরমোনগুলো ঠিকঠাক পরীক্ষা করা হয়, কোনোটার যদি অভাব থাকে, সেটার রিপ্লেসমেন্ট করা হয়, তাহলে তার বৃদ্ধি মোটামুটি হবে। তার চিকিৎসা করা হলে সে কিন্তু মোটামুটি চলতে পারবে।