‘ক্যানসারের রোগীরা দেরিতে চিকিৎসকের কাছে আসে’
ক্যানসারের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক উন্নত হয়েছে। তবে রোগের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা কী বেড়েছে?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৯০তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ক্যানসারের ক্ষেত্রে কী মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে?
উত্তর : প্রথম হলো শিক্ষা। আসলে শিক্ষার সঙ্গে সচেতনতা নির্ভর করে। একজন শিক্ষিত লোককে সচেতন করা সহজ। শিক্ষার সঙ্গে সচেতনতা নির্ভর করে। শিক্ষা বাড়লে মানুষ সচেতন হয় বেশি। সচেতন করলে কিন্তু রোগীরা আগ্রহী হয়। যদি জানে যে ক্যানসার হয়, ক্যানসার হলে কোথায় যেতে হবে, এই জিনিসগুলো যদি রোগীরা জানে তাহলে সচেতন হয়। গ্রামে গঞ্জে সড়ক যোগাযোগ এমন ভালো নয়, যে সবাই সব সময় এসে, রাতারাতি এসব ব্যবস্থাতে চলে আসতে পারবে। আমরা গ্রামে গঞ্জে সঙ্গে অনেক সময় টেলিকমিউনিকেশন করে দেখেছি, একদম অজপাড়াগায়ে একজন মানুষের স্তন ক্যানসার হচ্ছে, কিন্তু সেই নারী কোনো একটি সেন্টারে চিকিৎসা নেবেন সেই পর্যায়ে নেই। আসলে অনেক দেরিতে রোগীগুলো আমাদের কাছে আসে। এতে সঠিক চিকিৎসা, সঠিক সময়ে দেওয়া সম্ভব হচ্ছে না।