শ্বেতী রোগের চিকিৎসায় কী করবেন?
শ্বেতী রোগের এখন অনেক আধুনিক চিকিৎসা বাংলাদেশে রয়েছে। শ্বেতীর চিকিৎসার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৯৪তম পর্বে কথা বলেছেন ডা. রাশেদ মোহাম্মদ খান।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : চিকিৎসার জন্য কী পদ্ধতি রয়েছে?
উত্তর : কিছু ওষুধ রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ দিয়ে আমরা নিয়ন্ত্রণ করে ফেলছি। তবে যদি দেখা যায় ছড়াচ্ছে, তখন আমরা একটু শক্তিশালী চিকিৎসায় যাই।
তখন পরীক্ষা-নিরীক্ষা করি ভেতরে যে অটো ইমিউন রোগগুলো রয়েছে, সেগুলো বন্ধ করার জন্য। আমরা কিছু পরীক্ষা করে বুঝে নিই। একে বাধা দেওয়ার জন্য আমরা কিছু ওষুধ দিতে পারি। এরপর রং ফেরানোর জন্য কিছু ওয়েনমেন্ট রয়েছে, সেগুলো দিই। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, ওষুধ দিয়ে আমরা পারছি না। তখন কিন্তু আমরা কিছু সার্জিক্যাল চিকিৎসা করতে পারি। এটা আমরা বিভিন্নভাবে করি, যেমন মিনি পাংগ্রাফট। এরপর রয়েছে ব্লিস্টার গ্রাফ্ট। আরো আধুনিক হলো মেলানোসাইট ট্রান্সফার। এগুলোর ফলাফল খুবই ভালো।