হাঁটুর জয়েন্ট প্রতিস্থাপনের সার্জারি না করলে জটিলতা কী?
অনেক সময় হাঁটুর জয়েন্টে এমন সমস্যা হয় যে সার্জারি ছাড়া উপায় থাকে না। হাঁটুর জয়েন্ট প্রতিস্থাপনের এই সার্জারিকে আর্থোপ্লাস্টি বলে। এটি পৃষ্ঠদেশের জয়েন্টেও করা হয়।
হাঁটুর জয়েন্ট প্রতিস্থাপনের সার্জারি করা না হলে জটিলতার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ৩০০৪তম পর্বে কথা বলেছেন ডা. পারভেজ আহসান।
বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজে অর্থোপেডিক সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন মানুষের পৃষ্ঠদেশ বা হাঁটুর জয়েন্টে যদি ব্যথা হয়, কোন পর্যায়ে গেলে সার্জারি করতেই হয়? আর না করলে কী ক্ষতি হয়?
উত্তর : আপনার প্রশ্নের দুটো অংশ। একটি হলো সার্জারি কখন আমরা করব? অথবা সার্জারি না করালে অসুবিধা কী?
আমরা যেকোনো পরিস্থিতির তিনটি গ্রেড করি। অল্প সমস্যা, মাঝারি সমস্যা এবং বেশি সমস্যা। যখন অল্প ও মাঝারি সমস্যা অতিক্রম করে, অর্থাৎ মেডিসিনের অংশটা যখন শেষ হয়ে যায়, তখন সার্জারির কোনো বিকল্প থাকে না। অগ্রবর্তী পর্যায়ে যখন চলে যায়, অস্টিওআরথ্রাইটিস বলেন বা রিউমাটয়েড আরথ্রাইটিস বলেন, যখন ক্ষয় অগ্রবর্তী পর্যায়ে চলে যায়, তখন সার্জারি করা ছাড়া আর বিকল্প থাকে না। এটি হলো একটি জিনিস।
দুই নম্বর হলো, বেশির ভাগ মানুষই সার্জারির গুরুত্ব বোঝে না। তারা মনে করে ওষুধ খেলেই বুঝি সব সেরে যাবে। আসলে সেটি হয় না। ওষুধের একটি পর্যায় রয়েছে। গ্রেড ওয়ান, গ্রেড টুতে আমরা ওষুধ ব্যবহার করি। সেখানে কিছু সাফল্য হয়। আর যখন ক্ষয়টা অগ্রবর্তী পর্যায়ে চলে যায়, তখন সার্জারির কোনো বিকল্প থাকে না। আমি বলব, এই পর্যায়ে দ্রুত সার্জারি করে নিলে, এর ফলাফলটা ভালো পাওয়া যাবে।