ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণ ও লক্ষণ
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নারী-পুরুষ উভয়েরই হয়। তবে নারীদের বেশি হতে দেখা যায়। সময়মতো চিকিৎসা নিলে এই রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণ ও লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০০৭তম পর্বে কথা বলেছেন ডা. কমল কলি হোসেন। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এম্পায়ারে প্রাইভেট প্র্যাকটিস করছেন।
প্রশ্ন : ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণ কী?
উত্তর : এটি বেশিরভাগ হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন। একটি ব্যাকটেরিয়া যখন চলে যাচ্ছে, সেখানে তখন মাল্টিপ্লাকযুক্ত প্রায় হচ্ছে। তার থেকে সংক্রমণ হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে জ্বর হচ্ছে। অনেক সময় কোনো জ্বর নেই। দেখা যাচ্ছে, একটু বমি বমি হচ্ছে। অনেক সময় দেখা যায় তলপেটে একটু ব্যথা হচ্ছে। তলপেটে ব্যথা, ক্ষুধা পাচ্ছে না, বমি হচ্ছে। তবে তার জ্বর নেই। এর পর যখন রোগ নির্ণয় হয়, তখন ভালোভাবে রোগ নির্ণয়ের জন্য কালচারেও পাঠাই।
অনেক সময় পানি পান করছি না, ধরে রেখেছি প্রস্রাব, বাথরুমে যাওয়া হয় না। বাথরুম হয়তো ভালো না। অনেক সময় টয়লেট ব্যবহার করে না। সে ক্ষেত্রে ধরে রাখলে সেখানে যতক্ষণ ইউরিন থাকবে, সে জন্য ব্যাকটেরিয়া অনেক সময় মাল্টিপ্লাই করে।
মেয়েদের মলদ্বার ও মূত্রনালি কাছাকাছি হওয়ার কারণে এ ধরনের সমস্যা বেশি হয়। সে জন্য বাথরুমে যাওয়া দরকার, পানিটা বেশি খাওয়া দরকার। ক্যালিফোর্নিয়ায় আমি দেখেছি ওরা পানি পান করে না। অনেক বেশি সোডা খায়। এটি একটি কারণ হতে পারে। তবে আসলে ব্যাকটেরিয়া প্রধান।
প্রশ্ন : ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের চিকিৎসা কী?
উত্তর : বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করি। অনেক সময় খুব জ্বালাপোড়া থাকে। খুব জ্বালাপোড়া থাকলে আরেকটি ওষুধ দেওয়া হয়। আর অ্যান্টিবায়োটিকটা তো দেওয়াই হয়।