ইউটিআই প্রতিরোধে কী করবেন?
সাধারণত পর্যাপ্ত পানি পান না করা, জীবাণুর সংক্রমণ ইত্যাদি কারণে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই হয়। এটি প্রতিরোধে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০০৭তম পর্বে কথা বলেছেন ডা. কমল কলি হোসেন। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এম্পায়ারে প্রাইভেট প্র্যাকটিস করছেন।
প্রশ্ন : ইউটিআই প্রতিরোধের জন্য কী করণীয়?
উত্তর : আমি মনে করি যে প্রস্রাব না ধরে রাখা, যখন যেতে হবে তখন যাওয়া, যখন পরিষ্কার করা হবে তখন পেছন থেকে না করে সামনে থেকে করা- এগুলো করতে হবে।
আরেকটি হলো পানিটা খাওয়া ভালো, অন্যান্য পানীয়র চেয়ে। আর যখনই আপনার মনে হচ্ছে জ্বালাপোড়া হচ্ছে, বার বার বাথরুমে যেতে হচ্ছে, সেটিকে চেপে না রাখা।
প্রশ্ন : একটি টয়লেট অনেকে ব্যবহার করলে কি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে?
উত্তর : এই ধারণা ঠিক নয়। টয়লেট থেকে কখনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আসবে না। সাধারণত প্রস্রাব অনেক্ষণ ধরে রাখা, পর্যাপ্ত পানি পান না করা ইত্যাদি কারণে এই সংক্রমণ হতে পারে।