সাবান ত্বকের শুষ্কতা বাড়ায়
অনেকে ত্বক পরিষ্কার করতে অতিরিক্ত সাবান ব্যবহার করে। তবে অতিরিক্ত সাবান ব্যবহার ত্বকের শুষ্কতা বাড়িয়ে দেয়।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০০৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. আবুল ওয়াহাব। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শীতকালে রোগের মধ্যে কোন রোগগুলো বাড়ে?
উত্তর : রোগের মধ্যে সাধারণত চর্মরোগ, স্কেবিজ, এক্সিমা, সোরিয়াসিস, বিভিন্ন রকম ফাঙ্গাল ডিজিস হয়। শরীর যে চুলকায়, সেটি হয়। এই চুলকানি অনেক কারণে হতে পারে। এগুলো সাধারণত শীতকালে বাড়ে।
প্রশ্ন : এই রোগে যারা আক্রান্ত, তাদের প্রতি সতর্কবার্তা কী?
উত্তর : আমরা যেটি বলি, সেটি হলো সাবধানতার সঙ্গে গোসল করা। অনেকে গোসল করে এক ঘণ্টা ধরে। গোসল বেশি সময় ধরে করলে শুষ্কতা বাড়ে। অনেকে বেশি বেশি সাবান ব্যবহার করে। সাবান কিন্তু অ্যালকালি। আর আমাদের শরীর এসিডিক। আপনার যেখানে গন্ধ হয়, যেমন গ্রোইং, এক্সিলা, এগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন। তবে সব শরীরে যখন আপনি সাবান ব্যবহার করছেন, তখন অ্যালকালি বেড়ে যাচ্ছে, শুষ্কতা আরো বাড়ছে। তাই সাবান কিন্তু পরিমিত ব্যবহার করতে হবে। ব্যবহার করা যাবে সেটি নয়। তবে পরিমিত ব্যবহার করতে হবে।