যেসব জয়েন্টে আর্থোস্কোপি করা যায়
জয়েন্টের সমস্যার আধুনিক চিকিৎসা হলো আর্থোস্কোপি। ছোট্ট করে কেটে, যন্ত্র ঢুকিয়ে ক্যামেরার মাধ্যমে দেখে এই সার্জারি করা হয়। সাধারণত হাঁটু, কাঁধ এসব জয়েন্টে আর্থোস্কোপি করা হয়।
আর্থোস্কোপি কোন কোন জয়েন্টে করা হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০২০তম পর্বে কথা বলেছেন ডা. পারভেজ আহসান।
বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কী কী জয়েন্টে আর্থোস্কোপি করা যায়?
উত্তর : বাংলাদেশে সবচেয়ে প্রচলিত হলো হাঁটুর আর্থোস্কোপি। এ ছাড়া রয়েছে কাঁধের আর্থোস্কোপি। কাঁধের জয়েন্টে আর্থোস্কোপি করা যায়। তবে কিছু কিছু আর্থোস্কোপি বাংলাদেশে হচ্ছে না। যেমন : এঙ্কেল আর্থোস্কোপি বা রিস্ট জয়েন্টের আর্থোস্কোপি। তবে এখন সব জয়েন্টেই আর্থোস্কোপি চলে আসছে, আঙুলের জয়েন্ট ছাড়া। যাই হোক, এটি একটি প্রচলিত ডিভাইস। যাদের স্পোর্টস ইনজুরি হয়, তাদের এটি করা যায়। সাধারণত আর্থোস্কোপির মাধ্যমে এসব জয়েন্টের সার্জারি হয়।