‘থাইরয়েড ক্যানসার ১০০ ভাগ ভালো হয়’
নাক-কান-গলার ক্যানসারের মধ্যে থাইরয়েড ক্যানসার বেশ প্রচলিত। তবে আশার বিষয় হলো, এই ক্যানসারের চিকিৎসা বর্তমানে অনেক উন্নত।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০২৫তম পর্বে কথা বলেছেন ডা. কামরুল হাসান তরফদার। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত।
প্রশ্ন : একটু জানতে চাইব, থাইরয়েড ক্যানসার কী?
উত্তর : থাইরয়েড হলো গলার গ্রন্থি। এই গ্রন্থি আসলে হরমোন তৈরি করে। সম্পূর্ণ শরীর বৃদ্ধির জন্য টিথ্রি, টিএস যে হরমোনগুলো, এগুলো তৈরি হয়। এখন এই গ্রন্থি তো এমনিতেই ফুলে যেতে পারে। কারণ, শরীরের চাহিদা বাড়ে। হাড় ও অন্যান্য গ্রন্থির ওপর কাজ করে।
আবার এই গ্রন্থি যখন বাড়তে থাকে, হরমোনের কিছু বিষয়ের জন্য গ্রন্থির মধ্যে রক্তপাত হয়।
এটি ছোট নডিউল নিয়ে আসতে পারে। একটি ছোট নডিউল। ২০ ভাগ এটি ক্যানসার। সুতরাং এ ধরনের নিডিউল দেখলে খুব সহজে ছেড়ে দেওয়া যাবে না। মনে রাখতে হবে, এখানে ক্যানসারের আশঙ্কা রয়ে গেছে। তবে সুখবর হলো, এটি রেখে না দিয়ে প্রাথমিক অবস্থায় চিকিৎসা দরকার।
আলট্রাসনোগ্রাম করলে দেখা যায় নডিউল এখানে কত বড় হয়েছে, এর মধ্যে পানি রয়েছে, নাকি অন্য কিছু রয়েছে। আর এখন তো মানুষ বায়োপসিকে খুব ভয় পায়। বায়োপসি বললেই ভাবে, সাংঘাতিক কিছু্। আসলে সেটি নয়। ভয়ের কিছু নেই। সত্যিকে তো মেনে নিতে হবে।
আগে বলা হতো, ক্যানসার মানে সব শেষ। এখন বলে, ‘না, ওই অংশটিসহ একদিক ফেলে দাও। দিয়ে তাকে ওষুধ দিয়ে ফলোআপে রাখো।’ সারা জীবন ভালো থাকবে। এটি হলো একমাত্র ক্যানসার, যেটি ১০০ ভাগ ভালো হয়। বাংলাদেশে প্রতিটি বড় মেডিকেল কলেজে এই চিকিৎসা খুব সফলভাবে হচ্ছে। এখন আঘাত কম পায়, রক্ত লাগছে না, চিকিৎসা উন্নত হচ্ছে।
এরপর যদি কিছু লাগে, নিউক্লিয়ার মেডিসিন সেন্টারগুলোতে রেডিওঅ্যাকটিভ আয়োডিন করা হয়।