মশার কামড়ে দাগ হলে কী করবেন?
মশার কামড়ের তিক্ত অভিজ্ঞতা হয়নি, এমন মানুষ হয়তো পাওয়া যাবে না। মশার কামড়ে কখনো কখনো ত্বকে দাগ পড়ে যায়। কিছু পদক্ষেপ নিলে এই দাগ অনেকটাই কমানো যায়।
কী করবেন
• মশার কামড়ে সৃষ্ট দাগের জন্য স্টেরয়েড মলম, যেমন—ইমোভেট ক্রিম দিনে দু-তিনবার করে মোট সাত দিন লাগাতে হবে।
• মশার কামড় প্রতিরোধে মসকুইটো রিপিলেন্ট ক্রিম শরীরে উন্মুক্ত স্থানে লাগানো যেতে পারে।
• মশারি খাটিয়ে শুতে হবে।
কী করবেন না
• ফুলে যাওয়া লালচে স্থানটি চুলকাবেন না।
• উল্লেখিত মলমটি সাত দিনের বেশি কোনোক্রমেই নিজে নিজে ব্যবহার করবেন না।
• চুলকানোর কারণে দাগের স্থানটি থেকে কষের মতো ঝরলে অ্যান্টিবায়োটিক সেবন করার দরকার হতে পারে।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।