পাইলস, ফিস্টুলার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান
পাইলস, ফিস্টুলা ইত্যাদির চিকিৎসায় অনেকে অপচিকিৎসকের কাছে যায়। আর এতে সঠিক চিকিৎসা তো হয়ই না, বরং রোগটি আরো জটিল হয়ে পড়ে। তাই এ ধরনের সমস্যা সমাধানে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৪৩তম পর্বে কথা বলেছেন ডা. আফরিন সুলতানা। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এবং সিটি হসপিটাল লিমিটেডের সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেকে পাইলস, ফিস্টুলা এসবের ক্ষেত্রে অপচিকিৎসকের কাছে চলে যায়। সে ক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে?
উত্তর : এটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের বেশিরভাগ মানুষই, যাঁরা আমাদের কাছে আসেন, তাঁরা অনেক ক্ষেত্রে অপচিকিৎসার শিকার হয়ে আমাদের কাছে আসেন।
এমনও দেখা যায়, তাঁরা হয়তো কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন, এগুলো শেষ পর্যন্ত মলদ্বারের ক্ষতি করে। ঘা হয়ে যায়। অনেক সময় মল ধরে রাখার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। অথবা মলদ্বার এত সরু হয়ে যায় যে পায়খানাই করতে পারছে না। খুব খারাপ অবস্থা নিয়েই এলে আমাদের কাছে আসে।
দর্শকদের বলব, আপনারা তো বুঝতেই পারছেন এসব রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন, তাঁদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং তাঁদের কাছ থেকেই চিকিৎসা নেবেন। এসব গাছগাছড়া জাতীয় চিকিৎসায় আসলে কখনই কোনো উপকার হয় না। হয়তো কিছু সময়ের জন্য মনে হয় যে ভালো থাকছে, আসলে কিন্তু ভালো থাকে না। একটা সময় ক্ষতিটা হয়তো অপূরণীয় হয়ে যায়।