মুখের ক্যানসার, কখন চিকিৎসকের কাছে যাবেন?
মুখের ক্যানসার একটি প্রচলিত রোগ। ক্যানসার হলে প্রাথমিকভাবে কিছু লক্ষণ প্রকাশ পায়। কোন লক্ষণ দেখে আসলে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৯৭তম পর্বে কথা বলেছেন ডা. এস এম আরোয়ার সাদাত।
বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের ওরাল অ্যান্ড মেকজিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোন অবস্থায় চিকিৎসকের কাছে যাওয়া উচিত?
উত্তর : মুখের ভেতরে, মুখের ঝিল্লীর মধ্যে যেকোনো জায়গায় যদি কোনো ক্ষত দেখা যায়, এটা মনে রাখা দরকার ক্ষত যদি স্থায়ী হয়, প্রাথমিকভাবে ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে। যদি ওষুধ লাগানোর এক সপ্তাহ/ দুই সপ্তাহ পর ভালো না হয়, ঘা যদি স্থায়ী হয়, অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। রোগটি সম্পর্কে নিশ্চিত হতে হবে। এর প্রতি অবহেলা করা যাবে না। কারণ মুখের ক্যানসারের প্রাদুর্ভাব খুব বেশি।