‘ইনহেলার ব্যবহারের পদ্ধতি রোগীদের শিখিয়ে দিতে হবে’
ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডির রোগীদের সাধারণত ইনহেলার ব্যবহার করতে হয়। অনেক সময় রোগীরা সঠিকভাবে ইনহেলার ব্যবহার করতে পারে না। তাই চিকিৎসকদের উচিত রোগীদের ইনহেলার ব্যবহারের পদ্ধতি শেখানো, এমনটাই মতামত বিশেষজ্ঞদের।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৯৮তম পর্বে কথা বলেছেন অধ্যাপক এ কে এম মোস্তফা হোসেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের বক্ষব্যাধি বিভাগের প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ইনহেলারের বিষয়ে চিকিৎসকদের জন্য কোনো পরামর্শ রয়েছে কী?
উত্তর : আমাদের যারা চিকিৎসা বিজ্ঞানের ছাত্র তাদের আমরা ভালো করে প্রশিক্ষণ দেই। একে অ্যাজমা এডুকেশন বলা হয়। রোগীকে আগে বলতে হবে, এটি কতদিন ব্যবহার করতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে দিনে একবার নাকি দুই বার নাকি চারবার, কখন ব্যবহার করতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে। রোগীকে পদ্ধতিটা শিখিয়ে দিতে হবে। চ্যাম্বারে চিকিৎসক নিজেই শিখিয়ে দেবেন।