ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপির ভূমিকা কী?
রেডিওথেরাপি ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হয়। ক্যানসারের চিকিৎসায় রেডিওথেরাপির ভূমিকার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১১০তম পর্বে কথা বলেছেন ডা. আরমান রেজা চৌধুরী। বর্তমানে তিনি ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ক্যানসারের চিকিৎসার ক্ষেত্রে কোন কোন চিকিৎসা পদ্ধতি আপনারা ব্যবহার করে থাকেন?
উত্তর : ক্যানসারের চিকিৎসার জন্য আমরা প্রধানত তিনটি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকি। একটি হলো সার্জারি, আরেকটি হচ্ছে রেডিওথেরাপি এবং আরেকটি হচ্ছে কেমোথেরাপি। এই তিনটি পদ্ধতিতে মূলত ক্যানসারের চিকিৎসা করা হয়।
প্রশ্ন : সে ক্ষেত্রে রেডিওথেরাপির ভূমিকা কী? কখন আপনারা নির্ধারণ করেন যে রেডিওথেরাপি দিতে হবে?
উত্তর : রেডিওথেরাপি ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্জারি সাধারণত কোন জায়গায় করা হয়? যেখানে অসুখ রয়েছে সেখানে। সেভাবে যে জায়গায় অসুখটি রয়েছে, সেখানে রেডিওথেরাপি স্থানীয় চিকিৎসা হিসেবে কাজ করে। রেডিওথেরাপি কখনো কখনো অস্ত্রোপচারের আগে, কখনো কখনো অস্ত্রোপচারের পরে দেওয়া হয় বা কখনো কখনো যেসব জায়গায় অস্ত্রোপচার করা যায় না, সেসব জায়গায় রেডিওথেরাপির সঙ্গে কেমোথেরাপি বা কখনো কখনো শুধু রেডিওথেরাপি দেওয়া হয়। এভাবে রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়।