প্যালিয়েটিভ কেয়ার কাদের দেওয়া হয়?

Looks like you've blocked notifications!
প্যালিয়েটিভ কেয়ারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ডা. এ কে এম তাইফুর রহমান। ছবি : এনটিভি

নিরাময় অযোগ্য রোগীদের শারীরিক কষ্ট প্রশমনের জন্য যে চিকিৎসা, সেটিই প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ার কাদের দেওয়া হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৫৩তম পর্বে কথা বলেছেন ডা. এ কে এম তাইফুর রহমান। 

বর্তমানে তিনি হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত। একই সঙ্গে তিনি প্যালিয়েটিভ সেবা প্রদানকারী ট্রিটমেন্ট অ্যাট হোম বাংলাদেশে কর্মরত।

প্রশ্ন : কোন কোন রোগীর প্যালিয়েটিভ কেয়ারে নিতে হবে, সেটি কখন নির্বাচন করা হয়?

উত্তর : বাংলাদেশে, বিশেষ করে ক্যানসার আক্রান্ত রোগীদের প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। এর বাইরে হার্টের রোগ, কিডনির রোগ, হার্ট ফেইলিউর, প্রবীণ রোগী, বিছানায় একেবারে পড়ে গেছে এমন রোগীদের আমরা প্যালিয়েটিভ কেয়ারের অন্তর্ভুক্ত করতে পারি।