চোখের নিচে কালো দাগ দূর করার চিকিৎসার খরচ কেমন?
চোখের নিচে কালো দাগ অনেকেরই হয়। পর্যাপ্ত ঘুমের অভাব, পুষ্টির ঘাটতি, অতিরিক্ত সূর্যের আলোর সংস্পর্শে আসা ইত্যাদি চোখের নিচের কালো দাগের কারণ।
ত্বকে লাগানোর ক্রিম ব্যবহার করে, পিআরপি, নিজোথেরাপি ইত্যাদির মাধ্যমে চোখের নিচে কালো দাগ দূর করার চিকিৎসা করা হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৮৯তম পর্বে কথা বলেছেন ডা. নাদিয়া রুম্মান। বর্তমানে তিনি ফারাবি জেনারেল হাসপিাতালে অবস্থিত ডার্মাটোলজি ক্লিনিক, ডা. এন এসথেটিকসে সিইও এবং পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ত্বকের সুস্থতা রক্ষার জন্য এবং চোখের নিচে কালো দাগ যেন না পড়ে, এ বিষয়ে কি খাবারের কোনো ভূমিকা রয়েছে?
উত্তর : যাদের পুষ্টির অভাব, রক্তস্বল্পতা যদি থাকে, এটা ঠিক করতে হবে। খাবারের মাধ্যমে করতে হবে।
প্রশ্ন : চোখের কালো দাগ দূর করার চিকিৎসা কী?
উত্তর : যদি কেবল ওষুধ লাগাতে দেই, সেক্ষেত্রে খরচ খুবই কম। সবার ক্ষেত্রে কিন্তু দাগ হচ্ছে না। একেকজনের কিন্তু একেক কারণে দাগ হচ্ছে। ফিলারটা একটু দামি। ফ্যাট গ্রাফটটা দামি।
প্রশ্ন : ফিলার দিলে কয়টি সেশন লাগে? প্রতি সেশনে খরচ কত হয়?
উত্তর : পিআরপির ক্ষেত্রে প্রায় দুই থেকে তিনটি সেশন লাগে। এটি নির্ভর করে কিটের ওপরে। সব জায়গায় কিন্তু একই রকম কিট রাখা হয় না। এটি পার সেশন দুই হাজার টাকাও হতে পারে, আবার পার সেশন ছয় হাজার টাকাও হতে পারে।