উচ্চ রক্তচাপে চোখের সমস্যা : প্রতিরোধে করণীয়
উচ্চ রক্তচাপের কারণে চোখের রক্তনালি ছিঁড়ে অনেক সময় চোখে রক্তপাত হয়। এ সমস্যা প্রতিরোধে করণীয় বিষয়ে কথা বলেছেন ডা. বজলুল বারী ভূঁইয়া।
বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫০৮তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : এটি প্রতিরোধের জন্য পরামর্শ কী?
উত্তর : রক্তনালি যেন না ছিঁড়ে এ ব্যবস্থা নিতে পারলে অনেক ভালো হয়। হৃদরোগ বিশেষজ্ঞ, রক্তচাপ বিশেষজ্ঞরা কিন্তু একবার চোখের চিকিৎসার জন্য পাঠান। আরেকটি বিষয় খেয়াল করবেন, একমাত্র চোখের রক্তনালিটিই আমরা সারা শরীরের মধ্যে দেখতে পাই। আর কোনো রক্তনালিকে আপনি সরাসরি দেখতে পাবেন না।
বছরে অন্তত একবার কোনো সমস্যা না হলেও যারা উচ্চ রক্তচাপের রোগী এবং যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের অবশ্যই চক্ষু রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। যদি ভালো থাকেন, তাহলে বছরে একবার যেতে হবে। আর যদি সমস্যা হয়, তাহলে তিন মাস বা ছয় মাস পর পর পরীক্ষা করতে বলি। এটার ওপর নির্ভর করে চিকিৎসার ধরন পাল্টে যেতে পারে।