শ্বেতী রোগের চিকিৎসা কত দিন করতে হয়?
শ্বেতী রোগ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। বর্তমানে শ্বেতী রোগের অনেক আধুনিক চিকিৎসা রয়েছে। ইমিউনো মডিউলেটর ক্রিম, খাওয়ার ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। এ ছাড়া অনেক ক্ষেত্রে সার্জারি করা হয়।
শ্বেতী রোগের চিকিৎসা কত দিন করতে হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫০৭তম পর্বে কথা বলেছেন ডা. জাহেদ পারভেজ। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চর্ম ও যৌন রোগ বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কত দিন ধরে শ্বেতী রোগের চিকিৎসা চলতে থাকে?
উত্তর : অনেকের ক্ষেত্রে দেখা যায়, ছয় মাস থেকে এক বছরে সম্পূর্ণ ভালো হয়ে যায়। তবে এ কথাটা রোগীর মনে রাখতে হবে, এ সমস্যাটা যেকোনো দিন, যে কোনো সময় রোগীর ফিরে আসতে পারে। রি পিগমেন্টেশনের জন্য অনেক ধরনের লোশন, মলম পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে বলি। পাশাপাশি খাবারের ক্ষেত্রে কিছু জিনিস বাদ দিতে বলি। রোগীর মানসিকতাকে শক্তিশালী রাখার চেষ্টা করি।