২০ বছর বয়সেই কোলেস্টেরল পরীক্ষা করুন
কোলেস্টেরল হলো, নিরব ঘাতক। রক্তে বাজে কোলেস্টেরলের মাত্রা বাড়লে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তাই নিয়মিত কোলেস্টেরল নির্ণয় জরুরি।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৬১তম পর্বে কথা বলেছেন ডা. শোয়েব মোমেন মজুমদার। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রিউমাটোলজি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বছরে কয়বার কোলেস্টেরল চেকআপ করবেন?
উত্তর : ২০ বা ২১ বছর বয়স থেকে কোলেস্টেরলের মাত্রাটা দেখা উচিত। এবং এটি তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য যাদের পরিবারে হৃদরোগে আক্রান্ত হওয়ার মানুষ রয়েছে। এ ক্ষেত্রে আমরা বলব, লিপিড প্রোফাইল বলে একটি শব্দ রয়েছে। এক সময় বলা হতো, সবাইকে খালি পেটে বা বাসি পেটে পরীক্ষাটা করতে হবে। কিন্তু বর্তমানে বলা হচ্ছে, সব সময় এটি করা যাবে। তাই বিষয়টি অনেক সহজ হয়ে গেছে। তাই কোলেস্টেরল নির্ণয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো, লিপিড প্রোফাইল করা।