বন্ধ্যত্ব, কখন বলা হয়?
কোনো দম্পতি এক বছর কোনো জন্মনিয়ন্ত্রক পদ্ধতি গ্রহণ ছাড়া সহবাস করার পরও সন্তান না হলে একে বন্ধ্যত্ব হিসেবে ব্যাখ্যা করা হয়।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৮৬তম পর্বে কথা বলেছেন ডা. ফারজানা দীবা। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বন্ধ্যত্ব কখন বলা হবে?
উত্তর : আমরা যদি আমাদের মেডিকেল টার্মে বা ডাক্তারি ভাষায় বলি, স্বামী ও স্ত্রী বিবাহিত জীবনে যদি বাচ্চা চান, জন্মনিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না নিয়ে এক বছর একই সঙ্গে যদি থাকার পরও বাচ্চা না হয়, তাহলে আমরা তাকে বন্ধ্যত্ব বলি।
অনেক সময় দেখা যায়, অনেক স্বামী-স্ত্রী তিন মাসের মধ্যে চলে আসে। তখন আমরা একে বন্ধ্যত্বের সংজ্ঞার মধ্যে ফেলি না। আমরা বলি, একসঙ্গে অন্তত এক বছর পরও যদি সন্তান না হয়, সে ক্ষেত্রে আমাদের কাছে আসার জন্য। আর কিছু কিছু বিষয় রয়েছে, আমরা বলি, একটু আগেভাগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে। ধরুন, স্বামীর বয়স ৩৫ এর বেশি এবং স্ত্রীর বয়স ৩০-এর বেশি হলে আমরা একটু আগে আসতে বলি। অথবা অন্য কোনো ব্যাপার যদি থাকে তাহলে বলি। যেমন, ঋতুস্রাবের যদি কোনো বিষয় থাকে। অথবা এর আগে অ্যাবোশন বা যদি কোনো সার্জারি থাকে, তাহলে সে ক্ষেত্রে আমরা বলি আগেভাগে দেখা করতে। আমরা ছয় মাসের মধ্যে দেখা করতে বলি।
আর কিছু কিছু রোগী রয়েছে, যাদের স্বামী বিদেশে থাকে, বছরে হয়তো একবার আসে, এক থেকে দুই মাসের জন্য, তাদের ক্ষেত্রে হয়তো স্বামী আসলেই দেখা করতে বলি।