লেসিকের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কি?
লেজারের মাধ্যমে চোখের চিকিৎসাকে লেসিক বলা হয়। লেসিকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৮৪তম পর্বে কথা বলেছেন ডা. সিদ্দিকুর রহমান। বর্তমানে তিনি ভিশন আই হসপিটালে গ্লুকোমা অ্যান্ড রিফ্রাকটিভ সার্জারি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : লেসিক করার পর কী পরামর্শ থাকে?
উত্তর : আমরা দুই থেকে তিন দিন বাসায় থাকতে বলি। তবে কাজে যদি খুব ব্যস্ত থাকে, তাহলে আমরা একদিন পরে তাকে চাকরিতে যেতে বলি। কেবল অপারেশনের দিনে আমরা বলি সঙ্গে যেন কেউ আসে।
প্রশ্ন : লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি?
উত্তর : পশ্চিমা বিশ্ব লেজার করে, এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখে নিরাপত্তা বলয় পাশ করেছে। তো এটি নিরাপদ। আসলে লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।