জিকা ভাইরাসের লক্ষণ
বর্তমানে সারা বিশ্বেই ‘জিকা’ এক আতঙ্কের নাম। এই ভাইরাসের কারণে মারাত্মক জটিলতা হয় গর্ভস্থ শিশুর। এরা ছোট মাথা নিয়ে জন্মায়। রোগটি ছড়ায় এডিস মশার মাধ্যমে। ১৯৪৭ সালে উগান্ডার জিকা অরণ্যে এটি প্রথম শনাক্ত করা হয়। তাই এই ভাইরাসের নাম জিকা ভাইরাস। জিকা ভাইরাসের চিকিৎসায় এখনো কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। এই রোগে আক্রান্ত ব্যক্তিকে ভালোভাবে বিশ্রাম নিতে হয়। পানিজাতীয় খাবার খেতে হয়। রোগ প্রতিরোধে মশা নিধনে ব্যবস্থা নিতে হবে।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন থেকে জানা গেছে জিকা ভাইরাসের লক্ষণগুলোর কথা।
• জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রচলিত লক্ষণ হলো জ্বর হওয়া।
• গায়ে র্যাশ ওঠা, গাঁটে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া। এ ছাড়া মাথাব্যথা ও পেশি ব্যথা করা।
• সাধারণত জিকা ভাইরাসে আক্রান্ত রোগীদের হাসপাতালে যাওয়ার মতো অসুবিধা হয় না। আর এ রোগে মৃত্যু হয় না।
• সাধারণত পাঁচজন আক্রান্ত ব্যক্তির মধ্যে একজনের লক্ষণ প্রকাশ পায়।
• এই রোগের লক্ষণ প্রকাশ পেতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সময় লাগে।
• লক্ষণগুলো সাধারণত এক সপ্তাহ পর্যন্ত থাকে।