অনিয়মিত হৃদস্পন্দন হলে কখন চিকিৎসকের কাছে যাবেন?
অনিয়মিত হৃদস্পন্দনকে অনেকেই অবেহেলা করেন। এতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এ রকম হলে কখন চিকিৎসকের কাছে যেতে হবে বিষয়টি জানা প্রয়োজন।
এ বিষয়ে কথা বলেছেন ডা. নূর আলম। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৩৩৪তম পর্বে অংশ নিয়েছিলেন তিনি।
প্রশ্ন : অনিয়মিত হৃদস্পন্দন হলে রোগীদের কখন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত বলে আপনি মনে করেন?
উত্তর : কেউ যদি এ রকম শারীরিকভাবে অসুস্থতা বোধ করে, বিশেষ করে, সে যদি মনে করে হৃদস্পন্দন অনিয়মিত হচ্ছে, যদি পালপিটেশন হয়, বুক ধরফর করে বা শ্বাসকষ্ট হয় অথবা অনেক সময় মাথা ঘোরা বা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যাওয়া- এ রকম উপসর্গ যদি রোগীর মধ্যে দেখা যায়, অবশ্যই তার চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
প্রশ্ন : তাৎক্ষণিকভাবে রোগী যেন কোনো ঝুঁকির মধ্যে না পড়ে- এজন্য রোগীর আশপাশের মানুষের কিছু করার আছে কী?
উত্তর : কখনো যদি রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় বা হৃদযন্ত্রের ক্রিয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে অবশ্যই সিপিআর করতে হবে। অনেক সাধারণ মানুষকেও এখন এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যদি এমন হয় তাহলে রোগীকে কার্ডিয়াক ম্যাসাজ দিয়ে কাছের হাসপাতালে অবশ্যই নিয়ে যেতে হবে।