কানে পানি গেলেই কান পাকে?
একটি প্রচলিত ধারণা রয়েছে, কানে পানি গেলে কান পাকে। ধারণাটি পুরোপুরি ঠিক নয়। এ বিষয়ে কথা বলেছ্নে সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মণিলাল আইচ লিটু। এনটিভির প্রতিদিনকার আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৩৩৭তম এ নিয়ে বিস্তারিত আলাপ হয়।
প্রশ্ন : অনেকের ধারণা, কানের মধ্যে পানি গেলে কান পাকে। তাই অনেকে কানের মধ্যে তুলা দিয়ে, কান চেপে ধরে পুকুরে বা নদীতে গোসল করে। এ বিষয়ে আপনার মতামত কী?
উত্তর : এটি আসলে ভ্রান্ত ধারণা। বহিঃকর্ণ ভেদ করে পানি মধ্যকর্ণে প্রবেশ করতে পারে না। কানের মধ্যে আসলে পানি কখনো ঢুকতে পারে না। আর ঢুকলেও পর্দা ভেদ করে ভেতরে যেতে পারে না।
তবে কানে পানি গেলে একটি সমস্যা হয়। ফাঙ্গাস বৃদ্ধি পায়। সেটি এড়িয়ে যেতে হবে। যেমন সাঁতারুদের কানে ফাঙ্গাস বৃদ্ধি পায়। ৯০ ভাগ লোকের কানে ফাঙ্গাস রয়েছে। একটি সাধারণ অ্যান্টিফাঙ্গাল জাতীয় ক্রিম যদি তুলার কাঠির মধ্যে লাগিয়ে কানে ব্যবহার করা হয় ১৪ দিন, তাহলেই এ সমস্যা সেরে যেতে পারে।