হাঁটুর রিপ্লেসমেন্ট কখন করতে হয়?
হাঁটুব্যথা বেড়ে গেলে অনেক সময় হাঁটু রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়ে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৩৮২তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. এ এইচ এম রেজাউল হক। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের অর্থোপেডিক বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
urgentPhoto
প্রশ্ন : হাঁটুর রিপ্লেসমেন্টের প্রয়োজনীয়তা কখন পড়ে?
উত্তর : হাঁটুর ওপর হাড়ের ওপরে যে সাদা কার্টিলেজ থাকে, সেই কার্টিলেজ আমরা নতুন করে তৈরি করতে পারি না। বিভিন্নভাবে কার্টিলেজ তৈরির চেষ্টা করা হয়েছে। তবে কার্টিলেজ তৈরি করা যায়নি। আমরা যেটা করি, ক্ষয় নিবারণকে আরো প্রলম্বিত করতে পারি। যখন দেখি, নিবারণ প্রলম্বিত করার অবস্থা আর নেই এবং রোগীর খুব বেশি ব্যথা, জীবনযাত্রা অচল হয়ে গেছে হাঁটুব্যথায়, তখন আমরা হাঁটু রিপ্লেসমেন্ট করতে বলি।
প্রশ্ন : রোগী নির্বাচনের ক্ষেত্রে আর কোনো বিষয় কি আপনারা বিবেচনায় রাখেন?
উত্তর : আমাদের দেশে আমরা সাধারণত ৬০ বছর বয়সে হাঁটুর অস্ত্রোপচারকে পছন্দ করি। কারণ, রিপ্লেসমেন্ট করার পর সাধারণত এটি ১০ থেকে ১৫ বছর কাজ করে। সুতরাং যত দেরিতে শুরু করা যায়, তত ভালো। আর যদি করতেই হয়, তাহলে তো অবশ্যই করতে হবে। এর কোনো বিকল্প নেই।
প্রশ্ন : লিগামেন্ট রিপেয়ার কখন দরকার পড়ে?
উত্তর : খেলোয়াড়দের একটি ইনজুরি (আঘাত) হয়, খেলাধুলার সময়। আমরা সাধারণত ২০ থেকে ৪৫ বছর পর্যন্ত রোগীদের লিগামেন্ট রিপ্লেসমেন্ট করি।
প্রশ্ন : শুধু যারা খেলাধুলার সঙ্গে জড়িত, তাদেরই কি হতে পারে?
উত্তর : না, যেকোনো দুর্ঘটনা থেকেই হতে পারে। বাস দুর্ঘটনা বা মোটরসাইকেল দুর্ঘটনা থেকে হতে পারে।
প্রশ্ন : যার লিগামেন্টে আঘাতপ্রাপ্ত হয়েছে, সে কীভাবে বুঝবে?
উত্তর : আমাদের হাড়গুলো লিগামেন্ট দিয়ে বাঁধা থাকে। যদি লিগামেন্ট ছিঁড়ে যাবে, তখন তার হাঁটু অস্থিতিশীল হয়ে যাবে। সে বলবে, আমি হাঁটুতে শক্তি পাই না। পড়ে যাই। তখন আমরা রোগ নির্ণয় করে অবস্থাভেদে অস্ত্রোপচারের জন্য বলি।
প্রশ্ন : এসব অস্ত্রোপচারে কেমন সফলতা পান?
উত্তর : আমরা অনেক দিন ধরেই এই অস্ত্রোপচার করছি। ভালোই সাড়া পাচ্ছি এবং মানুষও বেশ উপকৃত হচ্ছে।
প্রশ্ন : হাঁটু রিপ্লেসমেন্টের পরবর্তী চিত্র কী থাকে? আপনারা কীভাবে তখন তাদের পরামর্শ দেন?
উত্তর : আসলে একজন মানুষ যদি অনেক দিন ধরে হাঁটুর ব্যথায় ভোগে, একদিকে তার মানসিক যন্ত্রণা থাকে, অন্যদিকে তার শারীরিক যন্ত্রণা থাকে। সে যখন কাজ করতে পারে না, ওজন বেড়ে যায়। সুতরাং হাঁটুর রিপ্লেসমেন্টের পর তার এই মানসিক ও শারীরিক যন্ত্রণা কমে যায়। সে তখন অনেক ভালো বোধ করে। আর আমরা তখন তাকে পরামর্শ দিই ব্যায়াম করার জন্য, নিয়মিত চলার জন্য, ওজন যাতে না বাড়ে সেদিকে লক্ষ রাখার জন্য।