চোখের চিকিৎসায় যেসব ক্ষেত্রে লেজার করা যায়
চোখের চিকিৎসায় এখন লেজার বেশ প্রচলিত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫০৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. জালাল আহম্মেদ। তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : আমরা জানি লেজার বিশ্বব্যাপী খুব সমাদৃত এবং সব ক্ষেত্রে এর ব্যবহার বাড়ছে। চোখের চিকিৎসায় কোন কোন ক্ষেত্রে লেজারের ভূমিকা রয়েছে?
উত্তর : চোখের চিকিৎসায় লেজারের ভূমিকা এখন ব্যাপক বিস্তৃত। তবে আমি কিছু বিষয়ের কথা বলব। আপনারা হয়তো বিজ্ঞাপন দেখবেন ‘চশমা ছাড়ুন, লেসিক করুন’। এই যে লেসিক করা হয় এটিও এক ধরনের লেজার। এই লেজার দিয়ে চোখ ঠিক করা যায়।
মায়োপিয়া, ক্ষীণ দৃষ্টির রোগ। মায়োপিয়া ঠিক করা যায়। হাইপার মেট্রোপিয়াও ঠিক করা যায়।
আরেকটি হলো, ছানি অস্ত্রোপচার করা যায়। চোখের ছানি অস্ত্রোপচার যেটা ফ্যাকো ইমালসিফিকেশন এখানেও এখন কিছু পর্যায় আছে লেজারের ফ্যামটোসেকেন্ড লেজার নামে এক ধরনের লেজার আছে, সেটা দিয়ে করা যায়।
আর গ্লুকোমার কিছু চিকিৎসা রয়েছে যেটা লেজার দিয়ে করা যায়। এই তিনটি বড় রোগের চিকিৎসা এখন লেজার দিয়ে করা যায়।
এখন আমি বলব লেসিক করা প্রসঙ্গে। লেসিকের একটি সীমাবদ্ধতা আছে। সবার ক্ষেত্রেই লেসিক প্রযোজ্য নয়।
প্রশ্ন : লেসিক লেজারের চিকিৎসার ক্ষেত্রে কী কী ধরনের সুবিধা রয়েছে?
উত্তর : সুবিধা হলো অনেক পাওয়ার যাদের তাদের তো চশমা পরা কষ্টকর একটি বিষয় এবং সবসময় চশমা পরতে হয়। যাঁরা লেসিক করছেন তাঁদের তো আর চশমাটা পরতে হলো না। এটা তো অনেক বড় সুবিধা বলে আমি মনে করি। চশমা বহন করতে হয় না। অনেকে আছেন যে চশমা ছাড়া কিছু দেখতে পারেন না। তাঁদের জন্য তো লেসিক সুবিধাজনক। যাঁদের করা যায় তাঁদের জন্য। যাঁদের অ্যাসটিকমেটিজম আছে, যাঁরা অনেক সময় চশমা পরতে চান না, তাদের জন্যও লেসিক অনেক সাহায্য করে। আবার গ্লুকোমা রোগের ক্ষেত্রে লেজার করা যায়।
প্রশ্ন : লেজার চিকিৎসার ব্যয় কেমন?
উত্তর : সরকারি হাসপাতালগুলোতে লেসিক অত্যন্ত নামমাত্র মূল্যে হয়। প্রায় বিনামূল্যেই বলা যায়। কিন্তু বেসরকারি হাসপাতাল বা বেসরকারি ক্লিনিক প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা হতে পারে। দুই চোখের লেসিকের ক্ষেত্রে। লেসিকের পরীক্ষা করতে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়।
আবার যে লেজার দিয়ে ছানি অস্ত্রোপচার করা হয়, সেটি আবার ৬০ থেকে ৭০ হাজার টাকা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। তবে ফ্যামটোসেকেন্ড লেজার আমাদের দেশে কেবল একটি বেসরকারি হাসপাতালে আছে। বাংলাদেশ আই হাসপাতাল, ধানমণ্ডিতে। এটাতে ফ্যামটোসেকেন্ড লেজার আছে।