চোখে লেসিক সবার জন্য প্রযোজ্য নয়
বর্তমানে বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যায়, ‘চশমা ছাড়ুন, লেসিক করুন।’ লেসিক করা হয় লেজার প্রযুক্তির মাধ্যমে। লেসিক করানোকে তাই অনেকে সংক্ষেপে লেজার করানোও বলে থাকেন। লেজার প্রযুক্তির মাধ্যমে চোখের বিভিন্ন সমস্যার সমাধান করা এখন বেশ প্রচলিত। তবে সবার ক্ষেত্রেই কি লেজার করা যায়? এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫০৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. জালাল আহম্মেদ। তিনি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : চোখের লেজার বা লেসিক কারা করতে পারবে?
উত্তর : চোখের লেজার বা লেসিক সবাই করতে পারে না। প্রাথমিক দুটো জিনিস। একটি হলো কর্নিয়া। কর্নিয়া কিন্তু একটি রিফ্লাকটিভ অর্গান চোখের মধ্যে। এই কর্নিয়ার পুরুত্ব যাদের স্বাভাবিক আছে, তাদের লেসিক দিয়ে বেশি ঠিক করা যায়। কিন্তু অনেকে রয়েছে, যাদের কর্নিয়ার পুরুত্ব অনেক কম। তাদের কিন্তু লেসিক নিষিদ্ধ।
আবার কর্নিয়ার একটি রোগ আছে ক্যারাটোকোনাস। যাদের এই ক্যারাটোকোনাস রোগ আছে, তাদের লেসিক করলে আরো ক্ষতি হবে। সুতরাং লেসিক সবার জন্য প্রযোজ্য নয়।
যারা লেসিক করতে চায়, অর্থাৎ চশমা ছাড়তে চায়, তাদের চিকিৎসার একটি পদ্ধতি হলো লেসিক। কিন্তু লেসিক কাকে কাকে করতে হবে, এর পরীক্ষা আছে। পরীক্ষা করে রোগী নির্বাচিত করলে যাদের ক্ষেত্রে প্রযোজ্য, তারা করতে পারবে। তাদের জন্য লেসিক ভালো। তারা চশমা ছাড়তে পারবে।
লেসিক যাদের করা যায় না, তাদের আরো অন্য চিকিৎসা করা যায়। অস্ত্রোপচার দিয়ে চিকিৎসা করা যায়। আবার ইনট্রোকুলার এক ধরনের লেন্স দেওয়া যায় আইসিএল, ইনপ্লান্টেবল কনট্রাক্ট লেন্স, সেটা দিয়ে কিছু ঠিক করা যায়। এটা মায়োপিয়ার জন্য। লেসিক ছাড়া এটি করা যায়। এ ছাড়া লেসিক ছাড়া অন্য এক ধরনের অস্ত্রোপচারও করা যায়।