হেপাটাইটিস সি-র চিকিৎসা কী?
হেপাটাটিস সি একটি জটিল রোগ। তবে বর্তমানে এর ভালো চিকিৎসা বাংলাদেশেই রয়েছে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৪২৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক সেলিমুর রহমান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : চিকিৎসাব্যবস্থা সম্পর্কে একটু বলুন।
উত্তর : সি ভাইরাসের চিকিৎসা সম্পর্কে যদি আমরা আলোচনা করি, এটা যদি সিরোসিস বা লিভার ক্যানসার হওয়ার আগে নির্ণয় করতে পারি, তাহলে এটি নিরাময়যোগ্য। আর এটা যদি সিরোসিস হয়ে যায়, তখন রোগের জটিলতাকে আমরা সুরক্ষা দিতে পারব। যেমন, আমরা সিরোসিস রোগের যদি চিকিৎসা করি, এটি দেরিতে খারাপ হবে অথবা অনেকদিন সুস্থভাবে বেঁচে থাকবে।
এই ওষুধগুলো গত দুই বছর তিন বছর ধরে পৃথিবীর অন্যান্য বাজারে এসছে। পৃথিবীর সবচেয়ে দামি ওষুধের মধ্যে এগুলো একটি। আপনি যদি এই ওষুধগুলো যুক্তরাষ্ট্র বা ইউরোপ থেকে কিনেন, একটি কোর্স ব্যবহার করতে এক থেকে দেড় কোটি টাকা ব্যবহার হবে। ইউএসএতে একটি ট্যাবলেটের দাম এক হাজার ডলার। এর মানে প্রায় এক লাখ টাকা। এটা আমাদের দেশে এক বছর ধরে পাওয়া যাচ্ছে। আমরা ব্যবহার করছি, কাজও খুব ভালো করছে। আমাদের দেশে এর একটি ট্যাবলেট এক হাজার টাকার মধ্যে পাওয়া যায়। ১০০ ভাগের এক ভাগ মূল্যে পাওয়া যাচ্ছে।