লিভার ক্যানসারের চিকিৎসা কী?
লিভার ক্যানসারের বেশ ভালো চিকিৎসা আমাদের দেশেই রয়েছে। প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা গেলে রোগী অনেক ভালো থাকতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৪৪৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. সেলিমুর রহমান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : চিকিৎসা আপনারা কীভাবে দিয়ে থাকেন।
উত্তর : স্ক্রিনিংয়ের ক্ষেত্রে আমরা দুটো জিনিস করি। একটি আল্ট্রাসনোগ্রাম করি, রক্তের একটি পরীক্ষা করি। এটি করলে আমরা বুঝতে পারি তার লিভার ক্যানসার হচ্ছে কি না। যদি আমরা আগেভাগে নির্ণয় করতে পারি, লিভার ক্যানসারকে যদি অস্ত্রোপচার করে ফেলতে পারি, তাহলে মুক্ত হয়ে গেল আগেই। এ ছাড়া আমরা যদি অগ্রবর্তী অবস্থায় নির্ণয় করতে পারি, তখন অন্য চিকিৎসাগুলো আমরা করতে পারি। রিসেকশন সম্ভব না হলে লিভার ট্রান্সপ্লান্টেরও একটি বিষয় থাকে। এ ছাড়া এগুলো যখন কোনোটাই সম্ভব হয় না, তখন মুখে খাওয়া ওষুধ আছে, সেগুলোও আমরা দিতে পারি। এই খাওয়ার ওষুধগুলো বেশ কম দামে আমাদের দেশে পাওয়া যায়। এ ছাড়া কিছু চিকিৎসা আছে যেমন আরএফএ, টেস এগুলো দিয়ে জীবাণুকে সূচের মাধ্যমে রেডিও ফ্রিকুয়েন্সি এবলেশন দিয়ে ধ্বংস করা হয়। সেটা সম্পূর্ণ আরোগ্য করা যায় না, কিন্তু রোগীর আরাম হয় এবং রোগী বেশ কিছুদিন ভালোভাবে বেঁচে থাকে।
এ ছাড়া টেসের মাধ্যমেও আমরা টিউমারকে নিয়ন্ত্রণ করতে পারি। টিউমারে সরাসরি কেমোথেরাপি দিতে পারি। আমরা লিভার ট্রান্সপ্ল্যান্ট ছাড়া এ দেশে বাকি সবগুলো করতে পারি। আমরা কয়েকটি করেছিলাম। তবে দুর্ভাগ্যবশত কিছুদিন ধরে একটু বন্ধ রয়েছে। তবে শিগগিরই শুরু হবে।