বিশ্ব হেপাটাইটিস দিবস
হেপাটাইটিস প্রতিরোধে কী করবেন?
হেপাটাইটিস একটি জটিল রোগ। বিভিন্ন ভাইরাসের মাধ্যমে এটি হয়। তবে প্রতিরোধে কিছু ব্যবস্থা নিলে এটি থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। আজ ২৮ জুলাই, বিশ্ব হেপাটাইটিস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নো হেপ’।
দিবসটি উপলক্ষে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৪৫৫তম পর্বে ভাইরাল হেপাটাইটিস বিষয়ে কথা বলেছেন ডা. ফাওয়াজ হোসাইন শুভ। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হেপাটাইটিস প্রতিরোধে আপনার পরামর্শ কী?
উত্তর : একজন লিভার বিশেষজ্ঞ হিসেবে আমি সবার কাছে একটি অনুরোধ করতে চাই, মাদকাসক্ত যারা আছে সেখান থেকে যদি দূরে সরে যাই, হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাস স্ক্রিনিং করার পর রক্ত পরিসঞ্চালন করতে হবে। সার্জিক্যাল বিষয়ের ক্ষেত্রে যন্ত্রপাতি পরিশোধনের সব বিষয় যেন মেনে চলা হয় এবং বিশুদ্ধ পানি যদি আমরা পান করি, তাহলে এই সম্পূর্ণ বিষয়গুলো থেকে মুক্ত থাকব। পাশাপাশি হেপাটাইটিস ‘বি’র ভ্যাকসিন আছে, এটিও সবাই নিতে পারেন।