জ্বর হলে পানি পান বাড়াতে হবে
জ্বরের সময় অনেকেরই খাবারে অরুচি হয়। এ সময় কী ধরনের খাবার খাওয়া উচিত। এই বিষয়টি নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৪৮৭তম পর্বে বলেছেন ডা. প্রদীপ রঞ্জন সাহা। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের মেডিসিন বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : জ্বরের ক্ষেত্রে অনেক সময় রোগীর অরুচি হয়। সেই ক্ষেত্রে আপনি কী পরামর্শ দেবেন।
উত্তর : জ্বর হলে স্বাভাবিক খাবার খাবে, যা সে পছন্দ করে। তবে সহজে হজম হবে এমন খাবার খাবে। সহজ পাচ্য খাওয়া। জটিল খাওয়া নয়। জ্বর হলো, সে হয়তো কাচ্চি বিরিয়ানি খেতে চাইছে। সেটা না দিয়ে সহজ খাবার দিতে হবে। পুষ্টিটা ঠিক রাখতে হবে। আর্দ্রতা ঠিক রাখতে হবে। কারণ জ্বরে প্রস্রাব-পায়খানার মাধ্যমে যে পানি বেরিয়ে যাচ্ছে, তার চেয়ে অনেক পানি কিন্তু আমাদের অগোচরেই বেরিয়ে যায় শরীর থেকে। আপনি বুঝতে পারবেন না কতটুকু তরল বের হলো। এই জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ পানি পান করতে হবে।