ব্রণের চিকিৎসা কেন করবেন?
ব্রণের চিকিৎসা অনেকেই করতে চান না। অনেকে ভাবেন, ব্রণ তো এমনিতেই সেরে যায়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৪৮৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. রোকন উদ্দিন। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রচলিত একটি ধারণা রয়েছে যে ব্রণ তো আপনাআপনি ভালো হয়ে যাবে। তাহলে চিকিৎসার কী দরকার! সে ক্ষেত্রে আপনি কী বলবেন।
উত্তর : ব্রণ তো চিকিৎসা না করলে একটি বয়সে ভালো হবে। কিন্তু যখন ভালো হবে তার কালো দাগ থাকবে, স্কার থাকবে। এগুলো কিন্তু লেজার বা অন্যান্য চিকিৎসা দিয়ে শতভাগ ঠিক করতে পারি না। আমি হয়তো ৮০ ভাগ বা ৯৫ ভাগ করছি। তবে ১০০ ভাগ করতে পারছি না। তাই প্রতিরোধ উত্তম। আর যাদের গর্ত হয়েই গেছে, তাদের জন্য তো চিকিৎসা করতে হবে। আমাদের বিভিন্ন লেজার চিকিৎসা রয়েছে, ফ্রাকশনাল আরবিয়াম। আমরা বাংলাদেশে এখন এটি করছি, এগুলোতে খুব ভালো ফলাফল পাওয়া যায়। আমরা সাধারণত কিছু লোকাল ওষুধ দিচ্ছি, মুখে খাওয়ার ওষুধ দিচ্ছি, অনেকে এগুলো খেতে চায় না। তাদের ক্ষেত্রে মাইক্রোডার্মা অ্যাব্রেবিয়েশন বা বিভিন্ন লেজারের চিকিৎসা রয়েছে সেগুলো করি।
লেজার-ভীতিও আমাদের দেশে আছে। আসলে লেজার হচ্ছে একটি আলো। যেই অবাঞ্ছিত টিস্যু তৈরি হচ্ছে, সেটি সরানো বা নতুন কোষ গঠন করার একটি প্রক্রিয়া। এটাতে ভয় পাওয়ার কিছু নেই।
আসলে ওষুধে কিন্তু একটি অবস্থা পর্যন্ত উন্নতি করা যাবে। কিন্তু গর্ত বা কিছু কালো দাগ আছে, সেগুলো কিন্তু আসলে ওষুধ দিয়ে ঠিক করা অনেক সময় মুশকিল। সে ক্ষেত্রে লেজারের সাহায্য নেওয়া বা মাইক্রো ডার্মাবেশন করি, এগুলোর সাহায্য আমরা নিই।
আর লেজারের ভয়টা আসল কী, আমাদেরও হয়তো ব্যর্থতা যে আমরা সঠিক জিনিস সবাইকে জানাতে পারি না। এটাও আমাদের একটি ব্যর্থতা। তবে একটি বিষয়, মেশিন টেকনোলজি কখনো খারাপ কিছু নিয়ে আসে না। তবে যার ওপর ব্যবহার করা হচ্ছে সে যদি সঠিক রোগী না হয় এই চিকিৎসার সেই ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। আমার মনে হয় লেজার আমাদের জন্য আশীর্বাদ।
প্রশ্ন : ব্রণের যে লেজার চিকিৎসা সেটা কী ধাপে আগায়। ফলাফলটা কেমন আসে?
উত্তর : ব্রণের জন্য আমরা একধরনের ব্যবহার করি, গর্তের জন্য আমরা দুই ধরনের লেজার ব্যবহার করি। এটা যেটা করে চামড়ার মধ্যে গর্ত তৈরি করে। এরপর এতে নতুন কোলাজেন টিস্যু তৈরি হয়, এটি টাইট করে গর্তকে ঠিক করে। শুধু যে এ গর্ত দূর করছে সেটি নয়, ত্বক নমনীয় ও সাদা এই কাজগুলোও করছে।
প্রশ্ন : ব্রণের ক্ষেত্রে লেজার চিকিৎসা কতদিন পর্যন্ত নিতে হয়? বা ব্রণের প্রকারভেদে কি এর ভিন্নতা আছে?
উত্তর : প্রদাহ ধরনের ব্রণ বেশি সমস্যা করে। গর্তগুলো তৈরি করে। সেই ক্ষেত্রে লেজারের সাহায্য নিচ্ছি, মাইক্রোডার্মাবেশন করতে পারছ, বিভিন্ন কেমিক্যাল পিল ব্যবহার করতে পারি। যে ধরনের ব্রণই হোক না কেন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।