কখন লিভারের চিকিৎসায় সার্জারি করা যায় না

লিভারের রোগের একটি চিকিৎসা হলো সার্জারি। তবে কিছু কিছু ক্ষেত্রে এই সার্জারি করা যায় না। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৩৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. বিধান সি দাস। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : কোন কোন ক্ষেত্রে লিভারের সার্জিক্যাল চিকিৎসা করা যায় না?
উত্তর : টিউমার যদি সারা লিভারে ছড়িয়ে যায়, দেখা গেল একাধিক জায়গায় যদি টিউমার থাকে, তাহলে সার্জারি করা যায় না। এমনকি প্রতিস্থাপনও করা যায় না। বলা হয় যে ছোট অবস্থায় যদি থাকে, তাহলে সেটা লিভারের মধ্যেই থাকে, সেজন্য আপনি যদি একটি লিভার উঠিয়ে নতুন লিভার দিতে পারেন, তাহলে এর চিকিৎসা হয়ে গেল। কিন্তু যখনই এটি বড় আকারের হয়, তখন আর করা যায় না। আবার এটি বিভিন্ন জায়গায় রোগ ছড়াতে পারে। লিম্ফ নোট বলি। সেই ক্ষেত্রে আর সার্জারি করা সম্ভব হয় না।