মূত্রনালির সংক্রমণ বারবার হওয়ার কারণ কী?

মূত্রনালির সংক্রমণ বা ইউটিআই অনেকের ক্ষেত্রে বারবার হতে দেখা যায়। এমন হলে দীর্ঘমেয়াদি চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৪২তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. শামীম আহম্মেদ। তিনি জাতীয় কিডনি ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও অধ্যাপক।
প্রশ্ন : ইউটিআই বারবার হওয়ার কারণ কী?
উত্তর : একট হলো যদি কোনো বাধা থাকে, প্রস্রাবের রাস্তায় যদি বাধা থাকে। ছেলেদের জন্য প্রোসটেট অবসট্রাকশন। তরুণ মেয়েদেরও অনেক সময় নালিটায় সমস্যা থাকে। একটা কিডনি ছোট থাকতে পারে। জন্মগত পলিসিস্টিক কিডনি রোগ থাকতে পারে। সিস্ট থাকে। ওখানে সংক্রমণ থাকে। সেই জন্য হতে পারে। আর যদি কোনো সময় অস্ত্রোপচার করে, সেটা করার পরও ওখানে একটি সমস্যা হতে পারে। এগুলো দেখতে হবে যে রাস্তা ব্লক আছে কি না, পাথর আছে কি না, জন্মগত রোগ আছে কি না। আরেকটি হলো যাদের ডায়াবেটিস আছে। ডায়াবেটিস রোগীদের যদি আপনি ভালোভাবে অ্যান্টিবায়োটিক না দেন, তাহলে সমস্যা হবে। কোনো জীবাণু দিয়ে আক্রান্ত হচ্ছেন সেটি দেখতে হবে। প্রত্যেক জীবাণুর একটি আলাদা অ্যান্টিবায়োটিক আছে। যদি নিচের ট্র্যাক্টে হয় পাঁচদিন দেবেন। ওপরে ট্র্যাক্টে হলে ১২ দিন দেবেন। দরকার হয়, এটি বাড়াতে হবে। সময়টা মেনে চলতে হবে। কোনো জীবাণু দিয়ে হচ্ছে সেটি আগে নির্ণয় করতে হবে। এই ছাড়াও দেখা যাবে নারীদের কোনো কারণ ছাড়াই হচ্ছে। তখন আমরা তিন মাস, ছয় মাসের জন্য ওষুধ দিয়ে দিই।