কান পাকা রোগের চিকিৎসা কী?
কান পাকা রোগে চিকিৎসা খুব জরুরি। দেরীতে চিকিৎসা করা হলে রোগ জটিল হয়ে যেতে পারে। অনেক সময় এ থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৫০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মেজবাহ উদ্দিন আহম্মেদ। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : কান পাকা রোগের চিকিৎসা কী কী প্রচলিত আছে?
উত্তর : একটি হলো যখন কান দিয়ে পুজ আসবে, পানি বের হবে অবশ্যই সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এর জন্য আমরা সাধারণত কানের অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করি। এরপর অ্যান্টি-হিসটামিন, ব্যথা থাকলে তার চিকিৎসা করি। সাথে যদি জ্বর ও অন্য কোনো সংক্রমণ দেখা দেয়, তাহলে প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা করতে পারি। এটা হলো সেভ ভ্যারাইটিস ক্ষেত্রে। তবে স্থায়ী চিকিৎসা হচ্ছে যখন সে রোগী ভালো হয়ে যাবে, তার কানের যে পর্দার ছিদ্র, সেটি অস্ত্রোপচার করে ভালো করে নিলে, তাহলে দেখা যায় তার শ্রবণ শক্তিও মোটামুটি উন্নত হয়। ঘন ঘন কান পাকা রোগ থেকে সে মুক্তি পায়। বর্তমানে সারা বিশ্বে এবং আমাদের দেশেও এর ভালো চিকিৎসা ব্যবস্থা আছে। আর আরেকটি সমস্যায় কানের হাড়কে খেয়ে ফেলতে পারে। যেহেতু কান ও মস্তিষ্কের দূরত্ব খুব বেশি নয়, সেখান থেকে সংক্রমণটা মস্তিষ্কে চলে যেতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে অস্ত্রোপচার করে ফেলতে হবে। এরও একটি ভালো চিকিৎসা বাংলাদেশে আছে।
প্রশ্ন : অনেকে কান পাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে একটা ওষুধ কিনে নেয়। এতে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে?
উত্তর : যারা ফার্মেসিতে থাকে তারা তো আসলে বিশেষজ্ঞ চিকিৎসক নয়। কোন অসুখের জন্য কোন ড্রপ থাকে দিতে হবে, এটি একটি বিশেষজ্ঞ চিকিৎসকই ভালো বলতে পারবেন। তাই এখানে ভালো হওয়ার চেয়ে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা বেশি। সে জন্য অবশ্যই কান পাকা রোগের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এর প্রতিকার করা সবচেয়ে ভালো।